বাঁধন পবিপ্রবি ইউনিটের নেতৃত্বে মুশফিক-তামিম

Feb 7, 2024 - 00:06
Feb 7, 2024 - 00:10
 0  101
বাঁধন পবিপ্রবি ইউনিটের নেতৃত্বে মুশফিক-তামিম
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে ধারণ করে পথচলা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নতুন কার্যকর কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের মোঃ মুশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তৈমুর রহমান তামিম নির্বাচিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে কার্যকর কমিটি-২০২৩'র সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সাব্বির হোসেনের সঞ্চালনায়  বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জোনাল প্রতিনিধি মোঃ মেহেদী হাসান ইমন, সহ-সভাপতি মো: আল-আমিন ও সিম্মিন তৃষা,সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইরতেজা হাসান লগ্ন, সহ-সাংগঠনিক সম্পাদক আরফান আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল সাজিদ, দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মারুফ হাসান, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মোহাইমিন আজিম তাসিন, নির্বাহী সদস্য ফারাহ্ রকিব তৃণ, রওনক জাহান আনিকা, দেবাশিষ দাস, জাওয়াদুল ইসলাম জামিন, জিন্নুরাইন আকতার মীম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online