বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সবজির চারা বিতরণ

Oct 29, 2024 - 13:25
 0  51
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সবজির চারা বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ সামাজিক উন্নয়নে তাদের মধ্যে লাউ, বেগুন ও মরিচের চারা বিতরণ করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়।

সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ও দুর্লভপুর ইউনিয়নে প্রায় ৩০০ কৃষক পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় চারা বিতরণ অনুষ্ঠানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. মো. সাহেব আলী প্রামানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল- ইমরান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নয়ন মিয়া।

প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল- ইমরান বলেন, বানভাসী মানুষের জন্য সবজির চারা উৎপাদন এবং বিনামূল্যে বিতরণ করা এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানের সভাপতি ড. সাহেব আলী প্রামাণিক বলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র গবেষণাধর্মী বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গবেষণা এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সর্বদা আপনাদের পাশে আছি, কারণ এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আপামর মানুষের কল্যাণের জন্য।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আমনুরাস্থ স্থায়ী ক্যাম্পাসের গবেষণা মাঠে লাউ, বেগুন ও মরিচের চারা উৎপাদনের কাজ শুরু করেন। তাদের নিয়মিত পরিচর্যায় বেড়ে ওঠা এসব চারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online