রাজশাহী প্রেসক্লাবের নতুন কমিটিকে রাবিসাসের অভিনন্দন

Oct 28, 2024 - 21:10
 0  21
রাজশাহী প্রেসক্লাবের নতুন কমিটিকে রাবিসাসের অভিনন্দন
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ২৮ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - রাজশাহী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানান রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ. ম. সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

বিবৃতিতে রাবিসাস নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। রাজশাহীর ইতিবাচক সংবাদের পাশাপাশি নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে রাজশাহী প্রেসক্লাব। এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা রাখছি। অতীতের ন্যায় ভবিষ্যতেও রাবিসাস এবং রাজশাহী প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা।

তিন বছর মেয়াদি এ কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্য নিউ নেশন ও দৈনিক আমার সংবাদ), জিয়াউল গনি সেলিম (ব্যুরো প্রধান, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল) ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপ-সম্পাদক কামাল মালিক ও দৈনিক নতুন প্রভাতের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online