পবিপ্রবিতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Jan 10, 2025 - 15:39
 0  7
পবিপ্রবিতে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠান হয়। পবিপ্রবি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ এবং পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক মমিন উদ্দীন উপস্থিত ছিলেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দৈনিক কালের কণ্ঠের দুমকী উপজেলা প্রতিনিধি স্বপন কুমার দাস, স্থানীয় সাংবাদিক জাকির হোসেন হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। 

সভাপতির বক্তব্যে সাব্বির হোসেন কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ও মুক্ত গণমাধ্যম সম্পর্কে কালের কণ্ঠের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ  জামাল হোসেন বলেন, সংবাদমাধ্যম একটি সমাজের কণ্ঠস্বর। বিগত বছরগুলোতে এই কণ্ঠস্বর চেপে ধরা হয়েছিল। কিন্তু এর মধ্যে কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একজন সাংবাদিকের উচিত সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং সবসময় পক্ষপাতহীন আচরণ করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online