নড়াইলের ২টি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা সম্মেলনে ৫৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল পেয়েছেন ২১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান পেয়েছেন ১৯০ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম ও ওহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন। ৭৮১ জনের মধ্যে ৭৫৮ জন ভোটারাধিকার প্রয়োগ করেন। জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, শনিবার লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি পদে আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার ও ওহিদুজ্জামান ওহিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া পৌর বিএনপির সভাপতি হয়েছেন মিলু শরীফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও জহিরুল ইসলাম জহির নির্বাচিত হয়েছেন। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন ও পৌর বিএনপির ৪৫৯ জন ভোটার ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ অনেকে। প্রায় ১৫ বছর পর ভোটের মাধ্যমে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
What's Your Reaction?