নড়াইলে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Feb 21, 2024 - 05:02
 0  31
নড়াইলে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়কসেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক তথ্য অফিস খুলনা ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
পিআইডি খুলনা উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বৃহত্তর যশোর প্রতিনিধি সুলতান মাহমুদসহ সাংবাদিকবৃন্দ।
সহকারী তথ্য অফিসার আতিকুর রহমান মুফতির সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা পিআইডি অফিসের সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্মার্ট বাংলাদেশ বলতে বোঝায় নাগরিক হয়রানী বিহীন একটি রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়া, যেখানে ভোগান্তি ছাড়া প্রত্যেক নাগরিক পাবেন অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ সুযোগ। স্মার্ট বাংলাদেশের মূল সারমর্ম হলো দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবেন। আগামিতে আমাদের গোটা সমাজ হবে স্মার্ট সোসাইটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online