‘আ’লীগের সবাইকে ঢালাওভাবে দোষারোপ করতে চাই না’

Aug 22, 2024 - 10:42
 0  24
‘আ’লীগের সবাইকে ঢালাওভাবে দোষারোপ করতে চাই না’
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়ব্দুল্লাহ কায়সার, সাবেক জেলা আমির মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, হেমায়েতুল হক হিমু, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, নড়াইল পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মাস্টার জাকির হোসাইন, আইয়ুব হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ খিয়াম উদ্দিন, ফরহাদ হোসেনসহ অনেকে।  
জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা কষ্ট ও ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনকল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ইতিবাচক কাজ করতে চায়। বর্তমান প্রেক্ষাপটে আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন, এটাই আশা করি। গঠনমূলক সমালোচনা করবেন। ভুল-ত্রুটি শুধরে দিবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা আতাউর রহমান বাচ্চু বলেন, আওয়ামী লীগের যারা অন্যায়-অপকর্ম করেছেন, তাদের বিচার হবে। সবাই তো দোষী নয়। আমরা সবাইকে ঢালাওভাবে দোষারোপ করতে চাই না। জামায়াত প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। এটা আমাদের দলের নীতি আদর্শ না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online