নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান
ফরহাদ খান, নড়াইল
নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর যোগদান করেছেন।
সোমবার কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার কিশোর রায়সহ পুলিশ কর্মকর্তারা। তারা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে এহসানুল কবীর পিবিআই বগুড়া জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা সদরের সন্তান। ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে বিদেশে মিশন সম্পন্ন করেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
বদলিজনিত কারণে পুলিশ সুপার মেহেদী হাসানকে ৫ সেপ্টেম্বর নড়াইল জেলা পুলিশ লাইনস্ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
What's Your Reaction?