নড়াইলে ইউপি চেয়ারম্যান ও কলেজ শিক্ষকের মৃত্যু

Feb 6, 2024 - 02:13
Feb 7, 2024 - 00:01
 0  114
নড়াইলে ইউপি চেয়ারম্যান ও কলেজ শিক্ষকের মৃত্যু

ফরহাদ খান, নড়াইল
নড়াইল সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন (৬৪) মৃত্যুবরণ করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে মারা যান তিনি। এর আগে শহরের ভওয়াখালীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। জোহর নামাজ শেষে নড়াইলের দুর্গাপুর এলাকায় শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদরাসা এলাকায় আমজাদ হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজ বাদ গ্রামের বাড়ি নড়াইলের জুড়ালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

আমজাদ হোসেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার মৃত্যুতে নড়াইল সরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম মোল্যা (৩২) হৃদরোগে মারা গেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাইজপাড়া বাজারে হৃদরোগে আক্রান্ত হলে জেলা হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নড়াইলের তারাশি গ্রামের জসিম মোল্যা মাইজপাড়া বাজার বণিক সমিতির সভাপতিও ছিলেন। আসর নামাজ বাদ মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং তারাশি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow