নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ

Jul 31, 2025 - 19:42
 0  7
নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ৩০ জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল বাজারে মুদি দোকানঘর পোড়ানো ও মালামাল লুটের মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চর-পাচাইল গ্রামবাসীর আয়োজনে বুধবার বাজার চত্বরে এসব কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন রোস্তম মোল্যা, মফিজুর রহমান, আজমল হোসাইন, আখেরা বেগম, আলামিনসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইলের ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান কর্তৃক লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। তারা মিথ্যা মামলা দিয়ে গ্রামের নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করছেন। এছাড়া লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে আরেকটি মারধরের মামলা দায়ের করেছেন তারা।
চর-পাচাইল বাজারের ভাড়া দোকানি সাথী বেগমের অভিযোগ, ২৩ জুলাই তার দোকানের মালামাল লুটপাট করে পুড়িয়ে দেয়া হয়েছে। তবে, এসব ষড়যন্ত্র বলছেন দোকান মালিক ও ভুক্তভোগীরা।
দোকান মালিক আলামিন ও তার মা আখেরা বেগম বলেন, সাথী বেগম আমাদের কাছ থেকে টিনশেডের দোকানটি ভাড়া নিয়েছেন। দোকানের গা ঘেষেই আমাদের বাড়ি। ভাড়া দেয়া দোকানটিতে আগুন এবং মালামাল লুটের কোন ঘটনা ঘটেনি। দোকানটি অক্ষত রয়েছে।
পাশের দোকানি সোহরাব খান ও এনায়েত শরীফ বলেন, ভাড়াটিয়া সাথী বেগমের দোকানে আগুনের ঘটনা ঘটেনি। মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।  
চর-পাচাইল গ্রামের রোস্তম মোল্যা, মফিজুর রহমান ও আজমল হোসাইন বলেন, সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান গ্রামে অশান্তি সৃষ্টি করছেন। তারা মামলা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়। আমরা এ মামলার সঠিক তদন্ত চাই।
ভুক্তভোগী লিটন কাজী বলেন, কোন কারণ ছাড়াই আমাদের নামে দুটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করলে বাদীপক্ষই ফেঁসে যাবেন। গ্রামবাসী হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চায়।
এদিকে, বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় সাথী বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online