নড়াইলে এনপিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mar 22, 2025 - 22:37
 0  17
নড়াইলে এনপিপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে নড়াইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নড়াইল শহরের আলাদাতপুরে একটি রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনপিপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মদ, জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শিকদার, জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান, জেলা জামায়াতে ইসলামীর উপদেষ্টা মাকসুদুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক নান্নু মিয়া, এনপিপির জেলা সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলার সভাপতি মনিরুজ্জামান দাউদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, নড়াইল পৌর কমিটির সভাপতি আরজান আলী বেগ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টুকু, লোহাগড়া উপজেলা এনপিপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা বদিয়ার রহমান, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগমসহ অনেকে।
দোয়া পরিচালনা করেন নড়াইল পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সানাউল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online