নড়াইল পৌর বিএনপির ইফতার এবং দোয়া অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল
নড়াইল পৌর বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল সরকারি উচচ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানের সঞ্চালনায় এবং সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, সহ-সভাপতি অশোক কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল, টিপু সুলতান, জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা, আরমান আলী খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, দেলোয়ার হোসেনসহ অনেকে।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি দলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার আহ্বান জানান।
What's Your Reaction?






