অর্ধেক শিক্ষার্থী উপস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  

Oct 26, 2024 - 19:17
 0  15
অর্ধেক শিক্ষার্থী উপস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের মন্বিত ভর্তি পরীক্ষায় পবিপ্রবিতে ৪৪৮টি আসন রয়েছে।

শুক্রবার একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৯৮৯ জন। অংশগ্রহণের হার ছিল ৫০.৫৮%। 

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, উপস্থিতি কিছুটা কম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online