সীমান্তে আটক বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

Mar 18, 2025 - 22:50
 0  25
সীমান্তে আটক বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করলে বাংলাদেশী এক জেলেকে নৌকা ও জালসহ আটক করে বিএসএফ।

আটকের পরের দিন কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।

তিনি জানান, ১৭ মার্চ রাত আনুমানিক সোয়া আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে মোঃ আলমগীর শেখ নামে বাংলাদেশী এক জেলে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। এরপর অধিনায়ক এর দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার বিষয় আলোচনা করেন। এপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online