লোহাগড়ায় চা দোকানি বিএনপিকর্মীকে কুপিয়ে গুরুতর জখম

Sep 12, 2025 - 01:37
 0  115
লোহাগড়ায় চা দোকানি বিএনপিকর্মীকে কুপিয়ে গুরুতর জখম
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১০ সেপ্টেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাক্ষণডাঙ্গা বাজারে চা দোকানি বিএনপি কর্মী আব্দুর রহিমকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

তার দুই পা ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সোমবার ব্রাক্ষণডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম বলেন, ইউনিয়ন (নোয়াগ্রাম) বিএনপির উদ্যোগে ৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া প্রবাসী হান্দলা গ্রামের হুমায়ুন শেখের লোকজন বিএনপিকর্মী আব্দুর রহিমকে তাদের সঙ্গে গণসমাবেশে যেতে বলেন।
কিন্তু আব্দুর রহিম প্রবাসী হুমায়ুন শেখের লোকজনের সঙ্গে ওই সমাবেশে যেতে অনীহা প্রকাশ করেন। কারণ, বিগত ১৬ বছরে হুমায়ুন শেখ আওয়ামী লীগের রাজনীতি করতেন। সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নিবার্চনে আলীগ প্রার্থীদের অন্যতম ডোনার (টাকা দাতা) ছিলেন। ৫ আগস্টের পর হুমায়ুন হঠাৎ করে নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বনে যাওয়ায় নির্যাতিত বিএনপি কর্মী আব্দুর রহিম তার লোকজনের সঙ্গে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যেতে চাননি। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাসী হুমায়ুন শেখের লোকজন আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর জখম করে।

তার বাম পায়ে একটি, ডান পায়ে দুটি এবং কোমরে একটি কোপ রয়েছে। সবমিলে অন্তত ২০টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রতিপক্ষের নাজির, উজির, এনামুল, শিপন, আহাদ ও কাইয়ূম বিএনপি কর্মী আব্দুর রহিমকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীসহ (আব্দুর রহিম) নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।  
তবে প্রতিপক্ষের হুমায়ুন শেখ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online