মৃত ভারতীয় নারীর লাশ আত্মীয়দের দেখালো বিজিবি-বিএসএফ

Nov 8, 2025 - 17:01
 0  4
মৃত ভারতীয় নারীর লাশ আত্মীয়দের দেখালো বিজিবি-বিএসএফ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে মানবিক উদ্যোগে বিজিবি ও বিএসএফের সহযোগিতায় মৃত এক ভারতীয় নারীর লাশ তার বাংলাদেশে অবস্থানরত আত্মীয়-স্বজনকে দেখানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। তার ভাই মো. তোফাজ্জল হক (গ্রাম বাগিচাপাড়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ) ও অন্যান্য আত্মীয়রা লাশ দেখার আবেদন জানান বিজিবির কাছে।

বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় বাহিনীর সম্মতিতে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আজমতপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আত্মীয়দের লাশ দেখানো হয়।

এই সময় মৃতের আত্মীয়-স্বজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির মানবিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সর্বদা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। সীমান্তের নিরাপত্তার পাশাপাশি এ ধরনের মানবিক দায়িত্বও আমরা মৌলিক কর্তব্য হিসেবে পালন করে থাকি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online