ছাত্রশিবিরের বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Feb 6, 2025 - 20:03
 0  18
ছাত্রশিবিরের বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে প্রথমে বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে, ওইদিন জেলা ছাত্রশিবিরের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। 'ফুলের মতো ফুটব মোরা আলোর ন্যায় ছুটব, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়ব'-এই স্লোগানে ৭৮ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে এসএসসি পরীক্ষার্থী মেধাবীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
ছাত্রশিবিরের জেলা সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক মঞ্জুর হাসান, আমিনুর রহমান, জামায়াত নেতা জামিরুল ইসলাম টুটুল, সাইফুল আব্দার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক তানভীর শিকদার, সাহিত্য সম্পাদক রোমান শেখসহ নেতাকর্মীরা। প্রায় ১৫ বছর পর বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে ছাত্রশিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online