বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণ গুড়িয়ে দিল দুর্বৃত্তরা

Aug 15, 2024 - 21:27
 0  20
বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণ গুড়িয়ে দিল দুর্বৃত্তরা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১৫ আগস্ট (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এর আগে ৫ আগস্ট চত্বরটির উপর আংশিক ভাঙচুর চালিয়ে বঙ্গবন্ধুর নাম ও প্রতিকৃতি তুলে ফেলা হয়েছিলো। 

বুধবার গভীর রাতে একটি বুলডোজার দিয়ে পুরো চত্বরটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বাকৃবির প্রত্যেক শিক্ষার্থীর কাছে বঙ্গবন্ধু চত্বরটি আবেগ, অনুভূতি এবং স্মৃতিতে ঘেরা। এই জায়গাটি এভাবে দেখতে হবে তা কখনো ভাবিনি। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ভাংচুরের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কেউ করতে পারে না। ক্যাম্পাসে বিগত ২-৩ দিন ধরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাকর্মীরা বিষয়টা জানে না। ঘটনাস্থলের আশেপাশে কোনো গার্ড ছিলো না। বেশ কিছুদিন ধরে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙ্গে পড়ে আছে, সেগুলো মেরামত করা হয় নি। 

জানা যায়, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে এসে সরকারি চাকরিতে কৃষিবিদদের মর্যাদা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণি করার ঘোষণা দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয় চত্বরটি। বঙ্গবন্ধু স্মৃতি চত্বরটি কৃষিবিদদের নিকট গর্ব ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online