পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ 

Dec 20, 2024 - 17:32
 0  125
পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। একই সাথে অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online