পবিপ্রবিতে ক্যারিয়ার বুস্টআপ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক্সিলেন্স বাংলাদেশ ও স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট (এসইই) এর উদ্যোগে এবং বি গ্লোবাল কনসালটেন্সি এর সৌজন্যে ক্যারিয়ার বুস্টআপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি গ্লোবাল কনসালটেন্সির অ্যাসোসিয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাফসান বিন রাজ্জাক এবং এক্সিলেন্স বাংলাদেশের লিড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম নূর তাসিন। শুরুতে এসইই এর সহ-প্রতিষ্ঠাতা ফারদিন হাসান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দক্ষতা বৃদ্ধিতে এমন সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করা দরকার। এসময় তিনি এসইই ও এক্সিলেন্স বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ফারদিন হাসান উপস্থিত ১৮০ জন অংশগ্রহণকারী নিয়ে স্কিল ডেভলপমেন্ট বিষয়ক শপথ বাক্য "আমরা এমনভাবে দক্ষতা বাড়াবো যাতে চাকরির পিছে আমরা নয়, চাকরি আমাদের পিছে ছোটে" পাঠ করান। পরে উপাচার্য মেমোরেন্ডাম তুলে দেন স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট এর দুই কর্ণধার আফিয়া তাহমিন জাহিন এবং ফারদিন হাসান এর হাতে। এছাড়া উপস্থিত অতিথিদের ক্রেস্ট, এসইই আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা 'pen4planet' এর পুরস্কার বিতরণী, বিজয়ীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
What's Your Reaction?