পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের আইটি কর্মশালা

Aug 28, 2024 - 11:15
 0  60
পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের আইটি কর্মশালা
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স সেল (আইকিউএসি) সেন্টারের উদ্যোগে সিনিয়র সহকারী ও জুনিয়র সহকারীদের আইটি ডেভেলপমেন্টের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আইকিউএসি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন আইকিউএসি সেন্টারের অতিরিক্ত পরিচালক  অধ্যাপক ড. মো: আব্দুল মাসুদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো: শামসুজ্জামান।
আইকিএসি সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় কৃতিত্ব ও স্বীকৃতি অর্জনে আইকিউএসি বিশেষ ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বিশ্ববিদ্যালযের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষা ও গবেষণা কাজ পরিচালনা করা এবং এ কাজে সরাসরি যুক্ত থাকে ছাত্র-ছাত্রী ও শিক্ষক। অপনারা আপনাদের মেধা ও শ্রম দিয়ে সেই কাজে সহযোগিতা করে থাকেন। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য দরকার উন্নত সেবা। তাই সেবা প্রদানকারী ইউনিট হিসেবে আপনাদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সিনিয়র সহকারী ও জুনিয়র সহকারীগ একটি অফিসের মূল চালিকাশক্তি কারণ তারা ফাইলে প্রথম নোট লেখেন। অন্যদিকে তারা সকল ইমেইল ও অফিস আদেশ গ্রহণ করেন। অফিস প্রধানগণের জরুরী ইমেইলের জবাব দেন ও অবহিত করেন। কিন্তু এসব কাজে অনেকেরই দক্ষতার অভাব আছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অফিসকে আরও গতিশীল করতে হবে। আইকিউএসি আয়োজিত এই কর্মশালা অফিস ব্যবস্থাপনায় ভুমিকা রাখবে বলে আশা করি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online