নড়াইল-২ আসনে প্রকৌশলী হিমায়েতুলের নির্বাচনী প্রচারণা শুরু

ফরহাদ খান, নড়াইল
নিজগ্রামে জুম্মার নামায আদায় শেষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নড়াইল-২ আসনে বি়এনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী হিমায়েতুল ইসলাম।
শুক্রবার নিজ গ্রাম নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ৮৫ পাড়া জামে মসজিদে জুম্মার নামায আদায় শেষে দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারনা শুরু করেন ।
এসময় উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল মোল্যা, সদস্য জামাল মোল্যা, তাইফুর মোল্যা, বাবলু শেখ, শিহাব মোল্যা, ৩নং ওয়ার্ড সভাপতি কাজী দেলোয়ার, কৃষকদলের লাহুড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক লাবলু শেখ, সদস্য তানভীর রহমান বাবু মোল্যাসহ অনেকে।
হিমায়েতুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাভ করেন। এছাড়া এমবিএ ডিগ্রী অর্জন করেন।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে সরব ছিলেন তিনি। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত বুয়েটে পড়াকালীন ছাত্রদলের আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করতেন। এছাড়া তিনি সাংগঠনিক কর্মকান্ডসহ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ব্যাপক কাজ করেছেন বলে তিনি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে চান।
What's Your Reaction?






