বাউ সলিডারিটি সোসাইটির আয়োজনে ‘জুলাই রেমিনিসেন্স’ পালন

Jul 19, 2025 - 14:30
 0  5
বাউ সলিডারিটি সোসাইটির আয়োজনে ‘জুলাই রেমিনিসেন্স’ পালন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) জুলাই: ইতিহাসের দ্রোহস্লোগানে বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) জুলাই অভ্যুত্থা‌নের স্মৃ‌তিচার‌ণ নিয়ে জুলাই রেমি‌নি‌সেন্সঅনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম ইনডোরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউ সলিডারিটি সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে জুলাই আন্দোল‌নের আলোক‌চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও জুলাইয়ের স্মৃতিচারণ করা হয়। 

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদ‌ল বাকৃ‌বি শাখার আহ্বায়ক মো. আ‌তিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক এস এম শোয়াইব, বাংলা‌দেশ ইসলামী ছাত্র শি‌বি‌র বাকৃ‌বি শাখার সভাপ‌তি আবু না‌ছির ত্বোহা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বাউ সলিডারিটি সোসাইটির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

এসময় তারা জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি সম্বলিত ফটো কর্ণার ঘুরে দেখেন এবং অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন।  

বাউ সলিডারিটি সোসাইটি সদস্য আব্দুল্লাহ আফসান বলেন, আমরা চেষ্টা করেছি জুলাইকে আবার পুনর্জীবিত করতে, মানুষের মাঝে জুলাই চেতনা ছড়িয়ে দিতে। আমরা বাকৃবির প্রতিটি সংগঠনকে একত্রিত করার চেষ্টা করেছি। আমরা চাই, বাকৃবির সকল শিক্ষার্থী ও সংগঠন জুলাইকে ধারন করুক, আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসুক। কারণ আমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্য

আয়োজক কমিটির আরেক সদস্য ছাব্বির হোসেন রিজন বলেন, নয়া আজাদীর বুদ্ধিবৃত্তিক আন্দোলনকে আরও বেশি সুসংগঠিত করতে, জ্ঞানকে আহরন করতে বাকৃবির শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। আমরা জ্ঞান দিয়েই পৃথিবী জয় করতে চাই। সেই প্রেক্ষাপট থেকেই বাউ সলিডারিটি সোসাইটির পথযাত্রা। আমরা ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে বাউ সলিডারিটি সোসাইটি কাজ করে যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online