নড়াইল প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল

Mar 14, 2024 - 05:00
 0  194
নড়াইল প্রেসক্লাবের সভাপতির মায়ের ইন্তেকাল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ আদালতের অতিরিক্ত পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর মা সাহারে বানু (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৬টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় ছোট ছেলে দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর বাসায় মৃত্যুবরণ করেন তিনি।  
মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ জোহর নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম সাহারে বানু মাছিমদিয়ার মৃত আব্দুল মালেক মোল্যার স্ত্রী।
সাহারে বানুর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, এম মুনীর চৌধুরীসহ বিভিন্ন পেশার মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online