নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

Nov 21, 2024 - 02:07
 0  36
নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২০ নভেম্ব (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কাঁলাচাদপুর গ্রামের শিশু শাহিন ফকির (১০) হত্যা মামলায় এক নারীসহ একই পরিবারের পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন তিনি।
দন্ডপ্রাপ্তরা হলেন লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শিমুল (৪৪) ও তার মা শামীমা বেগম (৬৯), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু (৪৪) ও সৈয়দ লিটন (৪১)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নড়াইলের নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের প্রবাসী শওকত ফকিরের ১০ বছরের শিশু শাহিন ফকির নিখোঁজ হয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার গলিত মরদেহ একই গ্রামের একটি পুকুর পাড়ের গর্ত থেকে উদ্ধার করা হয়। অভিযোগ করা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে শাহিনকে হত্যা করে মরদেহ গুম করার অপচেষ্টা করা হয়।
এ সময় শাহিনের বাবা বিদেশ থাকায় তার চাচা মিজানুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online