নড়াইলে শিক্ষার্থীসহ বিএনপি-জামায়াতের বিজয় মিছিল
নড়াইল, ০৫ আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে নড়াইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএনপি-জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, রূপগঞ্জ, দুর্গাপুর ছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হুসাইন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শহরের বাড়ি ভাংচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়সহ দলীয় অনেক নেতাকর্মীর বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধরা।
What's Your Reaction?