নড়াইলে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Nov 27, 2024 - 04:16
 0  29
নড়াইলে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, নভেম্ব (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শাজাহান আলী এ রায় দেন।

ণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির। এর মধ্যে খলিল আদালতে উপস্থিত ছিলেন। আরেকজন পলাতক আছেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online