নড়াইলের নবগঙ্গা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন অনুষ্ঠিত

Jul 21, 2025 - 00:07
 0  6
নড়াইলের নবগঙ্গা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১৯ জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নারকেলসহ বিভিন্ন ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জু রুল ইসলাম প্রিন্স, কলেজ অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, কলেজের প্রতিষ্ঠাতা শিকদার মাহবুবর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মল্লিক, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন নাহার তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য আরিফ হোসেন খানসহ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
এর আগে কলেজ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সুশিক্ষার মান উন্নয়নে যথাযথ পাঠদানে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা, অভিভাবক সমাবেশসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি টিপু সুলতান ও বিদ্যোৎসাহী সদস্য কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বলেন, আমাদের জলবায়ু প্রেক্ষাপটে বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম। কলেজ পরিচালনা কমিটির বৃক্ষরোপন উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে এই কার্যক্রম শুরু হলো। এখন কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ সবাই যার যার অবস্থান থেকে বাড়ি এবং বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছ লাগাবেন বলে আমরা আহ্বান জানিয়েছি। বৃক্ষরোপনের মধ্যদিয়ে আমাদের কলেজ ক্যাম্পাসসহ অন্যত্র সবুজের সমারোহ ভরে তুলতে চাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online