নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে মনোযোগ দিতে হবে

Feb 27, 2024 - 12:31
 0  249
নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে মনোযোগ দিতে হবে
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসাদ্দিকুল ইসলাম তানভীর
পৃথিবীর বয়সের সাথে প্রতিনিয়তই বাড়ছে মানুষের সংখ্যা। পাশাপাশি তাদের চাহিদাও বাড়ছে সমহারে। এই বাড়তি চাহিদার বিপরীতে ভূপৃষ্ঠে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তাছাড়া আধুনিক সভ্যতায় আমরা জীবনধারণের পাথেয় হিসেবে বৈদ্যুতিক ও অন্যান্য শক্তির প্রয়োজনীয়তা সীমাহীন। তবে সেই শক্তিও দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের মনোযোগ দিতে হবে নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে।
বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন গ্রিন ইউনাইটেড ন্যাশন (জিইউএন) এর অনলাইন সংবাদ মাধ্যম 'গ্রিন টাইম' এর আয়োজনে লাইভ সেমিনার 'গ্রিন স্ট্রিম'-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জর্জিয়ার গ্রিন স্কুলের শিক্ষিকা এলিজাবেদ কামখাদজে। শনিবার গ্রিন টাইমের আওতায় ভার্চুয়ালি ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যাপারে বিশ্ব নেতারা কাজ শুরু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেক কাজ রয়েছে যা থেকে আমরা শিখতে পারি এবং সেগুলো কার্যকর করতে পারি। এতে আমাদের জীববৈচিত্র্যের ক্ষতি, ভূ-গর্ভস্থ পানির দূষণ, দাবানল, পানির জীববৈচিত্র্য এবং বায়ুদূষণ উল্লেখযোগ্যহারে কমে যাবে। আমরা ফিরে পাবো আমাদের আসল পৃথিবী।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও পরিবেশ কর্মী মো. মাহির দাইয়ানের সভাপতিত্বে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী জয়ীতা বিশ্বাস ত্রয়ীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়ার গ্রিন স্কুলের স্কুলের শিক্ষিকা খাতো সিটসভিতজে ও খাতিয়া বিবিলোরি। এছাড়া একই প্রতিষ্ঠানের আনানো ভার্সিমারশিভলি, স্যান্ড্রো গ্যাবুনিয়া, জুকা ছাছিবাইয়া, রোডোনানিয়া নিয়া, আনাস্থাসিয়া কালান্দিয়া, টেকো বোডোকিয়া উপস্থিত ছিলেন। 
সেমিনারে বাংলাদেশের পরিবেশ কর্মী, শিক্ষার্থী ও আমেরিকার জর্জিয়া থেকে শিক্ষার্থীরা একাধিক উপস্থাপনা পরিবেশন করেন। এতে আলোচকরা বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সবুজ পরিবেশের সমৃদ্ধি বজায় রাখতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের গুরুত্ব ও ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তির উৎস ও সেগুলোর কার্যকরিতা বর্ণনা করেন। সে অনুযায়ী বাংলাদেশে সরকারি ও বেসরকারি সংস্থা বা সংগঠন থেকে কি কি করা যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online