ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি, বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মিছিল

Mar 11, 2025 - 22:33
 0  13
ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি, বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মিছিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১১ মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস)  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীরা ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর এবং নারী নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মৌন মিছিল করেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ও হলের নারী শিক্ষার্থীরা ওই মৌন মিছিলে অংশগ্রহণ করে। এসময় নারী শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে কে. আর মার্কেটে জড়ো হতে থাকে। পরে তারা মিছিল নিয়ে কে. আর মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন সড়ক ও দেবদারু রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নারীদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের সমাজে যখন কেউ ধর্ষণের শিকার হয়, তখন নানাভাবে ধর্ষিতাকে হেয় প্রতিপন্ন করা হয়। এমনকি তার পোশাক এবং চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। ধর্ষকের বিচারের ব্যবস্থা কার্যকর না হওয়া এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার বিষয়টি একেবারেই অনুপস্থিতির কারণে একটি বাচ্চার সাথে পর্যন্ত এরকম কাজ সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে নৈতিক শিক্ষাটা আমাদের পাঠ্যক্রমে যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি

এসময় নারী শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত যেন একজন মানুষ এটা চিন্তা করার আগেও ভাবে যে এটারও বিচার হবে। ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার ক্ষেত্রে নারীরা তাদের সম্মানের কথা চিন্তা করে অনেক সময় থানা পর্যন্ত যেতে চায় না। তাই আমরা চাই যে আদালতে গিয়ে ন্যায়বিচার প্রাপ্তি পর্যন্ত কোন মেয়ে যেন হয়রানির শিকার না হয়। বিচার প্রক্রিয়ার সংস্কার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার যেন অতি দ্রুত নিষ্পন্ন করা হয় সেই দাবি জানাচ্ছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online