ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাই নিহত

Nov 1, 2024 - 00:42
 0  22
ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ভাই নিহত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ডাকাতির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার খাপানির বিল এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কে গণপিটুনিতে তারা নিহত হন। তারা সম্পর্কে আপন ভাই। 
নিহতরা হলেন ভোলাহাট উপজেলার দূর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব  ও আলমগীর। 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতদল নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যায়।

ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online