‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির বিজয় মিছিল
 
                                    ফরহাদ খান, নড়াইল
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নড়াইলের কালিয়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার কালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় টেম্পুস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুল আলম, বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান, যুবদল নেতা গোলাম মশরুর পল্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুল ইসলাম মাহি, পৌরসভার সাবেক কাউন্সিলর জুয়েল সরদার, কালিয়া পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক গোবিন্দ বর্মণ, তাঁতীদলের উপজেলা সভাপতি সরদার তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালিউল্লাহ জনি, বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হয়েছে। স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। তবে, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির মধ্যে অনেকে গ্রুপিং সৃষ্টি করে রেখেছেন। তাদের পরিণতি ভালো হবে না। তাদেরকে নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। 
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            