চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

Oct 18, 2025 - 23:48
 0  9
চাঁপাইনবাবগঞ্জে বিপ্লবী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পাওয়ার হাউস মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঢাক-ঢোলের তালে নেচে-গেয়ে র‌্যালিতে অংশ নেয় দূর-দূরান্ত থেকে আসা আদিবাসী নারী-পুরুষসহ কৃষকরা।

সমাবেশে বক্তারা বলেন, “ইলা মিত্র ছিলেন বাংলার এক মহীয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা। শোষিত-বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি জীবন বাজি রেখে লড়াই করেছেন।

তারা আরও বলেন, “তেভাগা আন্দোলনের মূল লক্ষ্য ছিল উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ কৃষক ও এক ভাগ জমিদার-জোতদার পাবেনএই ন্যায্য দাবি প্রতিষ্ঠায় ইলা মিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বক্তারা ইলা মিত্রের সংগ্রামী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে কৃষক-আদিবাসী ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি মিথু শিলক মুরমু, আদিবাসী গবেষক ও লেখক হিংগু মুরমু, এবং জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি বিচিত্রা তির্কিসহ অন্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online