চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চরবাগডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় মহিষ আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর চরে ৩টি, মোট ৭টি ভারতীয় মহিষ আটক করা হয়।
জব্দকৃত মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?

