চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী আটক

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
এসময় তাদের বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ৮৮ পিস, গাঁজা ৩৮ গ্রাম, মাদক বিক্রির নগদ অর্থ ৮৭ হাজার ৯২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন আটক করা হয়।
শনিবার ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে প্রায় ৫০ সদস্যের একটি যৌথ টিম অভিযান চালায়। এতে সেনাবাহিনী, র্যাব ও ডিএনসি সদস্যরা অংশ নেন।
আটকরা হলেন গোমস্তাপুর উপজেলা নুনগোলা কেডিসি পাড়ার মো. বেলাল ও তার স্ত্রী মোসা. উজলেফা বেগম।
রবিবার রাত সাড়ে আটটার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বরাত দিয়ে জানা যায়, গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত মাদক কারবারি। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক বেচাকেনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবশেষে শনিবার যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।
এ ঘটনায় ডিএনসি পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
What's Your Reaction?






