খালেদার সুস্থতা ও ছাত্রজনতার মাগফিরাত কামনায় দোয়া

Aug 19, 2024 - 12:06
 0  14
খালেদার সুস্থতা ও ছাত্রজনতার মাগফিরাত কামনায় দোয়া
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কলোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্রজনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার কলোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।  
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব  মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল খবির রেজা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, কলোড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিনা মাসুদুর রহমান, বিছালী ইউনিয়ন বিএনপি সভাপতি হাসনাত কাজী, বিএনপি নেতা আমীর হোসেন মীর, শ্যামল কুমার বিশ্বাস, সরফরাজ মোল্যা, সদর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক রাসেল বিশ্বা, যুবদলের সাবেক নেতা নাজমুল হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে। দেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। সবার সমান অধিকার। বিএনপি কখনো সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে না। বরং আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online