আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

Jul 8, 2025 - 08:47
 0  7
আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৭ জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম। তিনি জানান, শনিবার রাত ২টার দিকে র‌্যাব-৪ এবং লোহাগড়া থানা পুলিশের সদস্যরা ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে গ্রেফতার করেন। পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ  সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন (যার বাজার মূল্য ৯১ হাজার ৭৩৩) টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দুটি কানের দুল উদ্ধার করা হয়।
২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।  
তুষারকে গ্রেফতারের পর ভুক্তভোগী নোয়াগ্রামের হাসানের স্ত্রী জোসনা বেগম এং ঘাঘা গ্রামের বাবলু শেখের স্ত্রী শেফালী বেগম লোহাগড়া থানায় এসে উপস্থিত হন। তারা আকুতি জানিয়ে বলেন, পুলিশ ও র‌্যাব সদস্যরা তুষারকে গ্রেফতার করেছেন। এজন্য আমরা সন্তুষ্ট। ডাকাতি করা বাকি স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল আমরা ফিরে পাবো বলে আশাবাদী। প্রায় পাঁচ মাস আগে আমাদের বাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তুষার ও তার লোকজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online