লোহাগড়ায় এতিমদের নিয়ে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Apr 2, 2024 - 13:33
 0  115
লোহাগড়ায় এতিমদের নিয়ে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার লোহাগড়া আদর্শ সরকারি কলেজ সংলগ্ন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম।
জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, এসএম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক টিপু সুলতান, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্যা নজরুল ইসলামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এছাড়া নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে খতমে কোরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের মিলনমেলা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online