রাখাল রাহা ও গালিবের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

Feb 28, 2025 - 17:43
 0  10
রাখাল রাহা ও গালিবের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর নামে কটুক্তি এবং সোহেল হাসান গালিবের বিরুদ্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) অবমাননার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদী জনতার আয়োজনে শুক্রবার জুম্মা নামাজ বাদ শহরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে নড়াইল চৌরাস্তা হয়ে একই স্থানে এসে শেষ হয়। এখানে উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আনসার ভিডিপি জামে মসজিদের খতিব মাওলানা মহসিনুদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, রাখাল রাহা কর্তৃক আল্লাহর নামে কটুক্তি এবং সোহেল হাসান গালিব বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) অবমাননা করেছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online