‘যেন আবারও ফিরে এসেছে মধ্যযুগীয় বর্বরতা’ - শিবির সভাপতি 

Jul 12, 2025 - 05:08
 0  6
‘যেন আবারও ফিরে এসেছে মধ্যযুগীয় বর্বরতা’ - শিবির সভাপতি 
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১১ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আবারও এমন নৃশংসতা দেখতে হবে, তাও আবার আরেক জুলাইয়ে এসে, এদেশের মানুষ কখনোই কল্পনাও করেনি। তার অপরাধ কেবল যুবদলের কর্মীকে চাঁদা না দেওয়া। এজন্য তাকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশের ওপর ঘিরে চলছে বুনো উল্লাস। একবিংশ শতাব্দীতে যেন আবারও ফিরে এসেছে মধ্যযুগীয় বর্বরতা।”
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এসব বলেছেন ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সভাপতি আবু নাছির ত্বোহা। 
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে এসব বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “এই ছবি, ভিডিওগুলো আমাদের হৃদয়কে আন্দোলিত করে। লাল সবুজের পতাকার বুকে আবারও শকুন, হায়েনাদের রক্তের নেশা আমাদের লজ্জিত করে। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধদের আত্মত্যাগের সম্মান দিতে জাতি হিসেবে আমরা ব্যর্থ। এসব দেখে আমাদের রক্ত গরম হয়, হৃদপিন্ডে তীব্র যন্ত্রণা হয়, তবে আমাদের আর ভয় করে না। কারণ ভয় তো কেটে গেছে বিগত জুলাইয়েই। আমরা জানি, কেউ স্বৈরাচার হয়ে উঠলে তার জবাব কিভাবে দিতে হয়৷ জবাব দেয়ার সেই জবান আমরা ভুলে যাইনি, কেবল শাণিত হয়েছে-উচ্চকিত হয়েছে আরও।
স্মরণ করিয়ে দিতে চাই ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার জনপদ মেনে নেয়নি। আমরা অবশ্যই জানি, কিভাবে বিপ্লবের ইতিহাস লিখতে হয়। ইতিহাস লেখার সেই হাত আমাদের এখনও শক্তিশালী আছে। যে কেউ নতুন ফ্যাসিস্ট হয়ে উঠবেন, নতুন জালিম হয়ে উঠবেন, আমরা নতুন জুলাইয়ের উদ্ভব ঘটাবো। এই জনপদকে আমরা জালিমদের হাতে ছেড়ে দিবো না। তাই সময় থাকতে সংশোধন হওয়ার আহ্বান। আজাদী জিন্দাবাদ।”
একই সাথে ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online