‘মৌচাষ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা প্রয়োজন’
ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ফুল-ফল মৌচাষী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার মাদরাসা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
নড়াইল জেলা ফুল-ফল মৌচাষী সমিতির সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জিয়া হায়দার। প্রধান অতিথি ছিলেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক সোলায়মান হোসেন।
ফুল-ফল মৌচাষী সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা বাজার কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মফিজ শিকদার, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আমিনুর রহমান ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ফুল-ফল মৌচাষী সমিতির সহ-সভাপতি লিটন কাজী, সদস্য মাওলানা বুরহান উদ্দিন, এসকেন শিকদারসহ অনেকে।
বক্তারা বলেন, দেশ-বিদেশে মধুর ব্যাপক চাহিদা রয়েছে। মৌচাষে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। অর্থকরী ফসল হিসেবে মধু অবদান রাখছে। তাই মৌচাষ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। পাশাপাশি মৌচাষীদের নিরাপত্তাও প্রয়োজন। কারণ, মৌচাষীরা নিজ এলাকা ছেড়ে দুর-দুরান্তে মধু সংগ্রহ করতে যান। এছাড়া নড়াইল জেলা ফুল-ফল মৌচাষী সমিতির উন্নতি, অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?