বাকৃবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গ্রীন ভয়েসের ইফতার

Mar 28, 2024 - 02:15
 0  157
বাকৃবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গ্রীন ভয়েসের ইফতার
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২৭ মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের আয়োজনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জামিয়া আরাবিয়া তালিমূল কোরআন মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস বাকৃবি শাখার সভাপতি মো. বকুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. পারভেজ আনোয়ার, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির। এছাড়া গ্রীন ভয়েস বাকৃবি শাখার উপদেষ্টামন্ডলী ও সংগঠনটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

এসময় ড. মো. হারুন-অর-রশিদ বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ইসলামী জ্ঞান ও দীক্ষায় দিক্ষিত হয়ে একজন সনামধন্য আলেম হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে সেই দোয়া করি। আমি গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানাই মাদ্রাসার এসব শিশুদের সাথে ইফতার করার সুযোগ করে দেয়ার জন্য। 

অনুষ্ঠানে ছয়জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়। এছাড়া সকলের জন্য ছিল উপহার সামগ্রী। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনায় মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়। 

প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন ইতোমধ্যে পবিত্র কোরআনের হিফয সম্পন্ন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online