বাকৃবিতে বীজের গুণাগুণ ও স্বাস্থ্য পরীক্ষা শীর্ষক কর্মশালা

Feb 25, 2025 - 20:28
 0  12
বাকৃবিতে বীজের গুণাগুণ ও স্বাস্থ্য পরীক্ষা শীর্ষক কর্মশালা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২৫ ফেব্রুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বীজের গুণাগুণ ও স্বাস্থ্য পরীক্ষাশীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর।

এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই সীড প্যাথলজি সেন্টারকে আরও এগিয়ে নিতে খুব ভালো ভালো উদ্যোগ নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পরিশ্রম ও ত্যাগ ছাড়া কেউ সফল হতে পারে না। এই প্রশিক্ষণের মাধ্যমে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বীজের যাচাই, পরীক্ষা ও মাঠ পর্যায়ে কৃষকের সাথে কাজ করতে পারবে। বিশ্ববিদ্যালয় এই কাজে শিক্ষার্থীদের সাহায্য করবে। আশা করি, এই ধরনের কার্যক্রমের ল্যাব এক্সপেরিমেন্টগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online