নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের মতবিনিময়

Jul 7, 2025 - 04:40
 0  4
নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের মতবিনিময়
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২৯ জুন (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – আগামী সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রোববার পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, পৌর বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক আরমান আলী, জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক, জাতীয়তাবাদী সমবায় দলের জেলা সভাপতি উজ্জ্বল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, সিনিয়র যুগ্মআহ্বায়ক টিপু সুলতান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসানসহ অনেকে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আওয়ামী লীগ আমলে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে দলের আদর্শ থেকে একটুও বিচলিত হয়নি। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে নিয়মিত সভা-সমাবেশ, উঠান বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবকিছু বিবেচনায় রেখে আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো ইনশাল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online