তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে পবিপ্রবি, পরীক্ষা সশরীরে

Apr 30, 2024 - 02:21
 0  36
তীব্র তাপদাহে অনলাইন ক্লাসে পবিপ্রবি, পরীক্ষা সশরীরে
ছবি- প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

সারাদেশে তীব্র তাপপ্রবাহ অনুভূত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। 

রবিবার রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ২৯ এপ্রিল (সোমবার) থেকে ২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস অনলাইনে চলবে। তবে পরীক্ষাসমূহ সকাল ৮টা হতে দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং অফিস কার্যক্রম সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

ডিন কাউন্সিল ও প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সকল অফিস, ব্যক্তিগত চেম্বার, ল্যাব ও ক্লাসরুমের এসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাইরে বের হওয়ার সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online