ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে বিজিবির অনুদান

Dec 31, 2024 - 13:36
 0  15
ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে বিজিবির অনুদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক দুটি ব্যাটালিয়ন।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদীঘি এলাকার মো. ইনজামাম হকের ছেলে ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আসমাউল হুসনাকে এক লাখ টাকা অনুদান তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

অপর দিকে একইদিন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আরও এক আহত শিক্ষার্থীকে একলক্ষ টাকা অনুদান প্রদান হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন ইসলামপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ ইমাম হোসেনকে চিকিৎসা ও পড়াশোনা বাবদ অনুদানের এই অর্থ তুলে দেন ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক।

এসময় বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশে তাঁদের চিকিৎসা, পড়াশোনা ও পুনর্বাসনে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের সাহায্য করা হলো। তাঁদের জন্য এই সাহায্যই শেষ নয়। আগামীতে পুনর্বাসনে জন্য কি করা যায় এই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online