৭ বারের ইউপি চেয়ারম্যান এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী
 
                                    ফরহাদ খান, নড়াইল
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  
সৈয়দ হাফিজুর রহমান বিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, চন্ডিবরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোল্যা কওসার উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় কান্তি সমাদ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মোল্যা, চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি মেম্বার জাহিদুর রহমান জাহিদ, শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুল, মাওলানা তৈয়েবুর রহমান, শাহাবুদ্দিন সাবু, শাহাজাহান সাবু, সদর উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামালসহ অনেকে।  
বক্তারা বলেন, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়া প্রায় ৪০ বছর চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিচ্ছন্ন ও মানবিক মনের মানুষ হিসেবে পরিচিত। ইউনিয়ন পরিষদে সাতবার বিজয়ী হয়ে জনসাধারণের সেবা করে যাচ্ছেন। আমরা এমন একজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিকে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
আগামি ১১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় সভায় বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            