১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান শুরু

Oct 10, 2025 - 15:38
 0  5
১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান শুরু
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০৯ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন ও জেলা তথ্য অফিসার রোস্তম আলী। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক সুলতান মাহমুদ, ফরহাদ খানসহ গণমাধ্যমকর্মীরা।
এদিকে, একই বিষয়ে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ডাক্তার ইসমাঈল হোসনে বাপ্পী। উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার হাবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
আলোচকরা জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম ও সমমান শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা নিতে পারবে। নড়াইলসহ দেশব্যাপী আগামি ১২ অক্টোবর থেকে এই টিকাদান শুরু হবে। শেষ হবে ১৩ নভেম্বর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online