হোপস অব হিউম্যানিটি সেন্টারের ইনসেপশন অনুষ্ঠিত

Sep 10, 2025 - 15:45
 0  193
হোপস অব হিউম্যানিটি সেন্টারের ইনসেপশন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ০৯ সেপ্টেম্বর (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন হোপস অব হিউম্যানিটি সেন্টারের (এইচএইচসি) ইনসেপশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ময়মনসিংহের সি. কে. ঘোষ রোডের দানসিরি কনভেনশন হলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে এইচএইচসি'র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এসএম সাজ্জাদ উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শম্ভুগঞ্জ শাখার জেলা যুব মোবিলাইজার নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শম্ভুগঞ্জ শাখার হিসাব কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এইচএইচসি'র সাবেক উপদেষ্টা তানিউল করিম জীম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর।

অনুষ্ঠানে মুসাদ্দিকুল ইসলাম বলেন, 'যুব সমাজের আন্দোলনই সামাজিক পরিবর্তনের প্রাণশক্তি। হোপস অব হিউম্যানিটি সেন্টার প্রমাণ করেছে যে তরুণরা যখন উদ্দীপনা ও লক্ষ্য নিয়ে একত্রিত হয়, তখন সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হয়। আমি এইচএইচসির কার্যক্রমে গর্বিত।'

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সাইদুর রহমান বলেন, 'উন্নয়নের জন্য জবাবদিহিতা ও স্বচ্ছতা অপরিহার্যএইচএইচসি যেভাবে নীতিমালা ও দলগত কার্যক্রমের মাধ্যমে অগ্রসর হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি আপনারা সততা, শৃঙ্খলা ও দূরদর্শিতা নিয়ে এগিয়ে যাবেন।'

প্রধান অতিথির বক্তব্যে নুসরাত জাহান বলেন, 'যুবরাই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা সমাজের সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে সক্ষম। হোপস অব হিউম্যানিটি সেন্টারকে আমি সাধুবাদ জানাই, যারা তরুণদের মানবতা ও আশার জন্য কাজ করার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে।'

এছাড়াও সভাপতির বক্তব্যে এসএম সাজ্জাদ উল ইসলাম বলেন, 'আজকের এই ইনসেপশন আমাদের যৌথ যাত্রার সূচনা মাত্র। একসাথে আমরা নীতি প্রণয়ন করব, কর্মপরিকল্পনা তৈরি করব এবং তরুণদের মানবতার সেবায় সাহস ও সহানুভূতি নিয়ে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করব।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online