স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং

Aug 18, 2024 - 17:15
 0  66
স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বিএসটিআই’র বাজার মনিটরিং
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, আগস্ট (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বাজার মনিটরিং ও সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার শালবাগান বাজারে ভেজাল প্রতিরোধ, গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইকল্পে বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়। এসময় তরকারী, মাছ ও মাংসের দোকান এবং মুদিখানা দোকানের ওজন স্কেল ও দাঁড়িপাল্লাসমূহের সঠিকতা যাচাই করা হয়। এছাড়া এসব নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দ্রব্যমূল্য যাচাই, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য শনাক্তকরণে বাজারে অবস্থিত দোকানসমূহে মনিটরিং করা হয়।

এসময় পরিমাপ সঠিক না থাকায় পাঁচটি দোকানের বাটখারা জব্দ করা হয়। এরপর ফলের দোকানসমূহে তাৎক্ষণিকভাবে ফরমালিন এর উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা করা হয়। তবে কোন ফলেই ফরমালিন পাওয়া যায়নি। পরে দু‘টি পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানা পরিদর্শন করা হয়। এসময় লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি এর লাইসেন্স অতিসত্ত্বর নবায়নের তাগিদ দেওয়া হয় এবং কিছু পণ্যের মোড়ক সংশোধনের পরামর্শ প্রদান করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মিঠুন কবিরাজ। পরীক্ষণের দায়িত্ব পালন করেন আবু তালহা মোহাম্মদ ইস্রাফিল ও মোঃ আবুল কায়েম। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম সরকার ও মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহিম, সামিদ, জিহান, অর্নব, তুর্য ও অন্যান্য সাধারণ শিক্ষার্থী।

আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ তৌফিক আহসান টিটু ও সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ আবিদসহ সংগঠনটির নিবেদিত স্বেচ্ছাসেবীগণ।

জনস্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিএসটিআই, রাজশাহীর যৌথ উদ্যোগে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online